Grishmo Oi Elo Boishakh - Sukumar Ray - Bangla kobita

গ্রীষ্ম ঐ এল বৈশাখ

সুকুমার রায় 


ঐ এল বৈশাখ, ঐ নামে গ্রীষ্ম,

খাইখাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব !

চোখে যেন দেখি তার ধুলিময় অঙ্গ,

বিকট কুটিলজটে ভ্রুকুটির ভঙ্গ,

রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে,

ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে !

মনে হয় বুঝি তার নিঃশ্বাস মাত্রে

তেড়ে আসে পালাজ্বর পৃথিবীর গাত্রে !

ভয় লাগে হয় বুঝি ত্রিভুবন ভস্ম-

ওরে ভাই ভয় নাই পাকে ফল শস্য !

তপ্ত ভীষণ চুলা জ্বালি নিজ বক্ষে

পৃথিবী বসেছে পাকে, চেয়ে দেখ চক্ষে,-

আম পাকে, জাম পাকে, ফল পাকে কত যে,

বুদ্ধি যে পাকে কত ছেলেদের মগজে !

Bnbooks is one of the largest archieve storage of pdf books, Bengali story, Bangla Kobita, Lyrics and all Kinds of Literature. Tags: Free Bangla pdf books download, Bangla Kobita, Technology News, Song Lyrics.